রাগের মাথায় ভুল করেছি

সাকিবের বিষয়ে সিদ্ধান্ত সোমবার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভায় আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে সাকিবের কী শাস্তি। বোর্ডের সঙ্গে আলোচনা না করেই এ বিষয়ে কিছু বলতে রাজি নন বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

রোরবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাকিব আল হাসানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সাকিবের সব বিষয়েই বোর্ড সভায় আলোচনা হবে। আলোচনার পরই সিদ্ধান্ত হবে। তাই বোর্ডের সঙ্গে আলোচনা না করেই এ বিষয়ে কিছু বলা যাবে না।’

সাকিব দেশে ফিরে বিসিবিতে এসে ভুল স্বীকার করেছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ভুল স্বীকারের বিষয় নয়। সাকিব ঢাকায় ফিরেই বিসিবিতে এসেছে দেখা করতে। সে আপনাদের সঙ্গে যা বলেছে আমকেও তাই বলেছে। এর বাইরে কিছুই বলেনি।’

ভারত সিরিজে সাকিরের স্ত্রী ও ড্রেসিং রুম থেকে অনুমতি না নিয়েই ভিআইপি গ্যালারিতে দর্শক পেটানোর ঘটনার শাস্তি নিয়ে সুজন বলেন, ‘বলেছি তো। সাকিবের সব বিষয়ে বোর্ডের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত হবে। তার আগে কিছুই বলা যাবে না।’

উল্লেখ্য, সোমবার দুপুর ১টায় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির বোর্ড সভা শুরু হবে। সভা শেষেই সাকিবের শাস্তির বিষয়ে সিদ্ধান্তের বিষয় জানা যাবে।

## শাস্তি মাথা পেতে নেবেন সাকিব
ওয়েস্ট ইন্ডিজে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) না খেলে বিসিবির নির্দেশে লন্ডন থেকে রোববার সকালে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেই জাতীয় দলে না খেলার হুমকির কথা অস্বীকার করেন সাকিব।

সাকিব বলেন, ‘দেশের হয়ে আমি আরও অন্তত ১০ বছর খেলতে চাই। আমি অনুমতি নিয়েই খেলতে গিয়েছিলাম। দুই পক্ষের কথা শুনেই যেকোনো বিষয়ে মন্তব্য করা উচিত। আমি কখনোই বিতর্কে আসতে চাই না। আমি চাই ক্রিকেট খেলতে। এটা আমার প্যাশন। ক্রিকেট না খেলাটা আমার জন্য খুবই কষ্টকর বিষয়। খেলাটিকে আমি খুবই পছন্দ করি।’

সাকিব আরও বলেন, ‘আপনারা আমার টিমমেটদের জিজ্ঞেস করতে পারেন এ ব্যাপারে। এই তো ভারতের বিপক্ষে সিরিজের আগেই আইপিএল জিতে এসে ওদের বলেছিলাম দেশের হয়ে একটা ম্যাচ জেতাতে যে আনন্দ। দেশে ফিরেছি। আশা করছি সব ভুল বোঝাবুঝির অবসান হবে।’

এরপর দুপুর ১টা ৪২ মিনিটে বিসিবিতে আসেন সাকিব। মিরপুরে এসেই প্রথমে সাব্বির খানের সঙ্গে দেখা করেন সাকিব। তার কাছে জানতে চান কখন থেকে জাতীয় দলের অনুশীলন। সাব্বির বলেন, ‘অনুশীলন শুরু হবে দুপুর সাড়ে ৩টায়।’

এসময় সাকিব হাসতে হাসতে বলেন, ‘আমাকে অনুশীলন করতে দেবে কি? না শস্তি দেবে। বিসিবি যে সিদ্ধান্ত দেয় আমি তা মেনে নিতে প্রস্তুত আছি।’

এরপর সাকিব বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী সুজনের কামরায় যান। নিজের বিষয়ে সিইওর সঙ্গে লম্বা সময় আলোচনা করেন সাকিব।

## রাগের মাথায় ভুল করেছি
এখনই ক্রিকেট খেলা ছাড়ছেন না বিশ্বের অন্যতম অলরাউন্ডার সাকিব আল হাসান। জাতীয় দলের হয়ে আরো অন্তত ১০ বছর ক্রিকেট খেলতে চান তিনি। রোববার লন্ডন থেকে ঢাকায় ফিরে দুপুরে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এমন কথাই বলেছেন সাকিব।

জাতীয় দলের হয়ে ওয়ানডে ও টেস্ট খেলা ছেড়ে দেয়ার ঘোষণার বিষয়ে জানতে চাইলে সাকিব বলেন, ‘আমি রাগের মাথায় এ কথা বলেছিলাম। জাতীয় দলের হয়ে আরো ১০ বছর ক্রিকেট খেলতে চাই।’

প্রধান কোচ হাথুরুসিংহের সঙ্গে কী ঝামেলা হয়েছে এমন প্রশ্নে সাকিব বলেন, ‘মা-বাবার সঙ্গে ছেলের রাগারাগি হতেই পারে। আমি রাগের মাথায় কোচকে এসব বলেছিলাম। কথাগুলো বলার পর আমি প্লেনে ছিলাম ১০ ঘণ্টা। এর মাঝে কোচ আমরা কথাগুলো ই-মেলে বিসিবিকে পাঠিয়েছে। অবশ্য এরপর আমি কোচের সঙ্গে কথা বলেছি।’

এছাড়া সাকিব বলেন, ‘ঢাকা ছাড়ার আগে আমি কোচের সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাকে ৩০ জুলাই পর্যন্ত ছুটি দিয়েছিলেন। ঈদের পর থেকে আমাকে অনুশীলনে যোগ দিতে বলেছেন তিনি।’

বিসিবি অনুমতি না নিয়ে সিপিএল খেলতে গেলেন কীভাবে এমন প্রশ্নে সাকিব বলেন, ‘আমার ও তামিম ইকবালের লর্ডসে খেলার জন্য আগেই লিখিত অনুমতি নেয়া ছিল। আমি মনে করেছিলাম সেখানেই সিপিএলের অনুমতি নেয়া আছে।’

তিনি বলেন, ‘এরপরও আমি যখন সিপিএল খেলতে যাই তার আগেও আকমার ভাইয়ের সঙ্গে কথা বলেছি। তিনি তখন চট্টগ্রামে ছিলেন। তিনি আমাকে বলেছেন, তুমি খেলতে যাও আমরা কাগজে সই করে নেবো। এরপর আমি চলে যাই। কিন্তু লন্ডনে যাওয়ার আগেই সাব্বির ভাই আমাকে জানিয়েছেন সিপিএল না খেলেই দেশে ফিরতে হবে। তখন আমি এ বিষয় নিয়ে আকমার ভাই, সিইও সুজন ভাই ও শেষে পাপন ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করেছিলাম। কিন্ত কেউ ফোন ধরেননি। আসলে ভুল আমার হয়েছে লিখিত নিয়েই খেলতে যাওয়া উচিৎ ছিল।’

নিজের সিদ্ধান্তের বিষয়ে সাকিব বলেন, ‘আমরা কোনো সিদ্ধান্ত নেই। আমি আজ থেকেই অনুশীলন করতে চেয়েছিলাম। মাত্র দেশে এলাম। তাই সিইও সুজন ভাই বলেছেন কাল থেকে অনুশীলন করতে।’



মন্তব্য চালু নেই