আ.লীগ পরিত্যক্ত দলে পরিণত হয়েছে : মির্জা ফখরুল

৫ জানুয়ারি নির্বাচনের পর থেকে আওয়ামী লীগ একটি পরিত্যক্ত দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জয়নুল আবেদীন ফারুকের হত্যা চেষ্টার তৃতীয় বার্ষিকী উপলক্ষে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক প্রতিবাদী নাগরিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘সকলের অংশগ্রহণে নির্বাচন না হলে আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে হঠানো হবে।’

তিনি আরও বলেন, ‘বিএনপির আন্দোলন ঠেকানোর সামর্থ প্রমাণের জন্য র‌্যাব পুলিশ দূরে রেখে মাঠে নামেন।’

হাসানুল হক ইনুর কঠোর সমালোচনা করে ফখরুল বলেন, ‘তিনি সম্প্রতি এক কর্মী সভায় বলেছেন, ‘খালেদা জঙ্গিবাদের সমর্থক, তাকে পৃথিবী থেকে সরে যেতে হবে, সরিয়ে দিতে হবে।’ এটি একটি ভয়ঙ্কর কথা। অথচ আপনারা কেউ এ রিপোর্ট করেননি।’

ফখরুল আরও বলেন, ‘ইনু শেখ মুজিবের বিরুদ্ধে স্বশস্ত্র সংগ্রাম করেছিল। তবে খালেদার কিছু হলে তার দায় ভার এ অবৈধ সরকারকেই নিতে হবে।’

সংগঠনটির সভাপতি আবু নাসের মো. রহমাতুল্লাহ এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- বিএনপির প্রচার বিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন ফারুক, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, এলডিপির যুগ্ম মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম প্রমুখ।



মন্তব্য চালু নেই