শার্শায় এক পাচারকারী আটক

জসিম উদ্দিন, বেনাপোল (যশোর): শার্শার কায়বা রুদ্রপুর সীমান্ত থেকে মান্নান হোসেন নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। শুক্রবার গভীর রাতে তাকে আটক করা হয়। আটক মানান হোসেন ( ১৬ ) ব্রাক্ষ্মনবাড়িয়ার সরাইল উপজেলার ছোট দেওয়ান পাড়ার হোসেন আলীর ছেলে। ২৩ বিজিবির কায়বা বিজিবি ক্যাম্প সুবেদার ফায়েক উদ্দিন সাংবাদিকদের জানান, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রুদ্রপুর সীমান্ত দিয়ে একজন নারী শিশুকে নিয়ে একটি পাচারকারী চক্র ভারতে পাচার হবার জন্য রওয়ানা হয়েছে। তখন সঙ্গিয় ফোর্স হাবিলদার ফজলুর রহমানকে সাথে নিয়ে তাদেরকে ধাওয়া দেওয়া হলে পাচারের সাথে জড়িত মুল আসামী মানানকে নাজমা আখতার সাদিয়া নামে একটি মেয়েটিসহ আটক করা হয়। পাচার হয়ে আসা নাজমা আক্তার সাদিয়া ( ১২ ) ঢাকা জেলার খিলগাঁও থানার মাদারটেক নন্দীপাড়ার হারুনর রশিদের মেয়ে। নাজমা আক্তার সাদিয়া জানায়, বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ভারতে পাচার করা হচ্ছিল। রাতেই তাদেরকে শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শার্শা থানার এসআই ফিরোজ সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা শিকার করেণ। এব্যাপারে শার্শা থানায় নারী ও শিশু পাচার আইনে একটি মামলা হয়েছে।



মন্তব্য চালু নেই