শহীদ কাপুর আর মিরা রাজপুতের মালাবদল গ্রিসে
গাঁটছড়া বাঁধার সময় ঘনিয়ে আসছে বলিউড তারকা শহীদ কাপুরের। মিরা রাজপুতের সঙ্গে তার এই বিয়ের খবর নিয়ে বেশ সজাগ মিডিয়াগুলো। একেবারে নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, পরিবার ও স্বজনদের উপস্থিতিতে এ দুজনের বিয়ের আয়োজন করা হয়েছে সুদূর গ্রিসে। সবকিছু ঠিকঠাক থাকলে আশা করা যায়, এ দুজনের মালাবদল হবে জুনের ১০ তারিখে।
শহীদের বাবা পঙ্কজ কাপুর একজন খ্যাতিমান অভিনেতা। তিনি ব্যক্তিগতভাবে মিরার পরিবারকে দীর্ঘদিন ধরে চেনেন। আর এ কারণেই দুজনের প্রেমের সম্পর্কের পরিণতি ঘটছে দুই পরিবারের সম্মতিতে।
অবশ্য দারুণ ব্যস্ত শহীর বিয়ের দিন তারিখ ঠিক করা নিয়ে হিমশিম খাচ্ছেন। তবে নিশ্চিত করেছেন যে, এ বছরই ঘটনা ঘটিয়ে দেবেন তিনি।
গত বছর করন জোহরের এক টক শো-তে ‘হায়দার’ তারকা বলেছিলেন, তিনি কখনো অভিনয়শিল্পীকে বিয়ে করবেন না। একসময় তিনি কারিনা কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন। এরপর তিনি প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গেও বেশ কয়েকবার ডেটিং দেন শহীদ।
সূত্র : জি নিউজ
মন্তব্য চালু নেই