শহর থেকে গ্রেফতারের পর গ্রামে নিয়ে বন্দুকযুদ্ধে এক জামায়াত কর্মী গুলিবিদ্ধ

আব্দুর রহমান,সাতক্ষীরা ॥ সাতক্ষীরার আশাশুনি উপজেলার মহেশ্বরকাটিকে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে কবির আহমেদ নামের এক জামায়াত কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। তিনি আশাশুনি উপজেলার বাকড়া গ্রামের জামালউদ্দীনের ছেলে। শুক্রবার ভোররাতে এঘটনা ঘটে। তবে হাসপাতালে চিকিৎসাধীন কবির আহমেদ জানান,পুলিশ গতকাল সাতক্ষীরা শহরের হালিমা হোটেলের সামনে থেকে গ্রেপ্তার করে মহেশ্বরকাটি এলাকায় চোখ বেধে নিয়ে তার পায়ে গুলি করেছে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহসান হাবিব জানান, মহেশ্বরকাটিতে জামায়াতের গোপন বৈঠক চলাকালে পুলিশ ঘটনাস্থলে হানা দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জামায়াত কর্মীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে কবির আহমেদের পায়ে গুলি লাগে। বর্তমানে তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে কবির আহমেদের স্বজনরা জানান,বৃহস্পতিবার বিকেলে কবির আহমেদকে শহরের হালিমা হোটেলের সামনে থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে আশাশুনি থানা পুলিশ তাকে চোখ বেধে মহেশ্বরকাটিতে নিয়ে পায়ে গুলি করে।



মন্তব্য চালু নেই