শরীয়তপুরের ইদ্রিসের মৃত্যুদণ্ড

একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শরীয়তপুরের পলাতক ইদ্রিস আলী সরদারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফায়ারিং স্কোয়াডে বা ফাঁসিতে ঝুলিয়ে তার দণ্ড কার্যকর করতে বলা হয়েঠে ট্রাইব্যুনালের আদেশে।

বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে সোমবার এ আদেশ দিয়েছেন।

ইদ্রিসের বিরুদ্ধে মোট চারটি অভিযোগ ছিল। এক ও দুই নম্বর অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, তিন নম্বর অভিযোগে তাকে দেয়া হয়েছে আমৃত্যু কারাদণ্ড। এছাড়া ৪ নম্বর অভিযোগে তাকে ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।



মন্তব্য চালু নেই