শপথ নিলেন পাঁচ বিচারপতি

হাইকোর্টে স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত পাঁচ বিচারপতির শপথ বাক্য পাঠ করালেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন।

বৃহস্পতিবার বেলা ১১টায় পুরাতন সড়ক ভবনে অবস্থিত সুপ্রিম কোর্ট মিলনায়তনে তিনি তাদের শপথ বাক্য পাঠ করান। শপথ বাক্য পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার একেএম শামসুল ইসলাম।

এতদিন পাঁচ বিচারপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অস্থায়ী বিচারপতি হিসেবে কর্মরত ছিলেন। গত সোমবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে স্থায়ীকরণ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপণ জারির নির্দেশনা অনুযায়ী আজ তাদেরকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের সংবিধানের ৯৫ নম্বর অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ ক্রমে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ৫ জন অতিরিক্ত বিচারককে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারক নিয়োগ করেছেন।

বিচারকরা হলেন- বিচারপতি আশিষ রঞ্জন দাস, বিচারপতি মাহমুদুল হক, বিচারপতি মো. বদরুজ্জামান বাদল, বিচারপতি জাফল আহমেদ এবং বিচারপতি কাজী মো. এজারুল হক আকন্দ।



মন্তব্য চালু নেই