শওকত মাহমুদ ফের ৪ দিনের রিমান্ডে

নাশকতার চার মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংবাদিক নেতা শওকত মাহমুদকে ফের চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

শওকত মাহমুদকে সোমবার আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা আট মামলায় মোট ৮০ দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ।

ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান মতিঝিলের ১ ও পল্টন থানার তিন মামলার শুনানি শেষে প্রত্যেক মামলায় একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। বাকি মামলাগুলোর শুনানি পরে অনুষ্ঠিত হবে বলেও আদালত জানান।

২০১৫ সালের প্রথমদিকে বিএনপির হরতাল-অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে পল্টন ও মতিঝিল থানায় মামলাগুলো দায়ের করা হয়।

এর আগে ২০১৫ সালের ১৯ আগস্ট রমনা থানার নাশকতা মামলায় শওকত মাহমুদকে ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

২০১৫ সালের ১৮ আগস্ট রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারের গেট থেকে সকাল সোয়া ১১টার দিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংবাদিক নেতা শওকত মাহমুদকে গ্রেফতার পুলিশ।



মন্তব্য চালু নেই