লিঙ্গ সমতায় শীর্ষ ১০ এ বাংলাদেশ

লিঙ্গ বৈষম্য কমাতে এবং রাজনীতিতে নারীর অংশিদারিত্বমূলক সুযোগের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি স্বরূপ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম স্টাডি ওমেন ইন পার্লামেন্টস (ডব্লিউআইপি) পুরস্কার অর্জন করেছে বাংলাদেশ। লিঙ্গ বৈষম্য কমানোর ক্ষেত্রে বিশ্বের সেরা ১০ দেশের তালিকায়ও স্থান করে নিয়েছে বাংলাদেশ।

দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে ভালো কাজ করায় আফ্রিকান নেশনসের পক্ষ থেকে এ স্বীকৃতি দেয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃঅনুবিভাগ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

৬বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এ পুরস্কার গ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বুধবার তার পক্ষে পুরস্কার গ্রহণ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বাংলাদেশের ৪৫তম স্বাধীনতা দিবসের ঠিক আগ মুহুর্তে এমন পুরস্কার মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদারদের কাছে নিগৃহীত ২ লাখ বীরাঙ্গনাকে উৎসর্গ করা হয়েছে বলে জানানো হয়।



মন্তব্য চালু নেই