লাশের রাজনীতি বন্ধ করার আহ্বান

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লাশ নিয়ে রাজনীতি করছেন উল্লেখ করে তা বন্ধ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরে মঙ্গলবার দুপুরে ‘বিএনপি-জামায়াতের বর্বরোচিত তাণ্ডবে’র তথ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি নেত্রীকে বলেন, তিনি যেন মানুষ খুনের রাজনীতি বন্ধ করেন। বাংলাদেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে। কিন্তু তিনি তাতে কার স্বার্থে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাচ্ছেন।’

তিনি বলেন, ‘এ দেশের সব মানুষকে তাদের (বিএনপি-জামায়াত) এই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। এদের বিরুদ্ধে জনগণকে সচেতন হতে হবে। যারা বোমা মারছে তাদের পুলিশে ধরিয়ে দিন। তাহলেই এরা বোমা মারা বন্ধ করবে।’ এখন সারা দেশের মানুষ বোমাবাজদের বিরুদ্ধে সচেতন হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

বর্তমানে দেশে বিরাজমান সন্ত্রাস ও নৈরাজ্য বন্ধে সকলের সহযোগিতা চেয়ে শেখ হাসিনা বলেন, ‘আমরা মানুষের জন্য রাজনীতি করি। আমরাও জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করেছি, জনগণকে হত্যা করে নয়।’

মানুষকে হত্যা করা কেমন রাজনীতি—এ সময় প্রশ্ন রাখেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে এ বিভৎসতা দেখে আমার ১৯৭১ সালের কথা মনে পড়ছে। ১৫ আগস্ট আমি দেশে ছিলাম না কিন্তু ২১ আগস্ট আমার চোখের সামনেই ঘটেছে।’

তিনি বলেন, ‘দোজখে আগুনে মানুষ পুড়িয়ে মারার কথা বলা আছে কিন্তু আজকে যেভাবে মানুষ পুড়িয়ে মারা হচ্ছে তাতে মনে হয় আল্লাহর শাস্তির দায়িত্ব তারাই নিয়ে নিয়েছে। তারা নিরীহ মানুষের ওপর হামলা করছে।’

সভায় দেশের শিক্ষক, বুদ্ধিজীবী, সাংবাদিক, বিদেশী অতিথিসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই