লালমনিরহাটের সেই শিক্ষা কর্মকর্তা অবশেষে বদলি

লালমনিরহাটের হাতীবান্ধায় পরীক্ষা না দিয়েও জিপিএ-৫ পাওয়ার ঘটনায় শিক্ষা অধিদফতরের তদন্ত প্রতিবেদনটি সংশ্লিষ্টদের কেউ নিশ্চিত করতে না পারলেও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবশেষে বদলির বিষয়টি স্বীকার করলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

রোববার লালমনিরহাট জেলা শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকার তাকে রংপুরের মিঠাপুকুরে বদলি করা হয়েছে বলে নিশ্চিত করেন। গত বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদফতরের এ সংক্রান্ত একটি চিঠি তিনি হাতে পেয়েছেন বলে জানান তিনি।

এ ব্যাপারে সংশ্লিষ্টদের অনেকই বলেন, ওই শিক্ষা কর্মকর্তার ভুলে পরীক্ষা না দিয়েও জিপিএ-৫ পাওয়ার ঘটনাটি গণমাধ্যমে প্রকাশের পর সারা দেশে তোলপাড় শুরু হলে খোদ প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে শুরু করে সরকারও কিছুটা বিব্রত হয়।

সর্বশেষ গত বৃহস্পতিবার সংসদের প্রশ্ন উত্তর পর্বে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এক এমপি’র জবাবে হাতীবান্ধায় পরীক্ষা না দিয়েও জিপিএ-৫ পাওয়া নিয়ে ঘটনাটি তদন্ত হয়েছে বলে জানান।

এতে কোডিং ভুলে অনাকাক্সিক্ষত ওই ফলটি প্রকাশ হয়েছিল বলে শিক্ষামন্ত্রী সংসদে স্বীকার করেন।



মন্তব্য চালু নেই