পাবনায় ২টি ট্রাক ভাঙচুর আটক বিএনপি-জামাত আটক ৪৯ জন

পাবনা-ঢাকা মহাসড়কের ধোপাঘাটা এলাকায় শিবির কর্মীরা ২টি ট্রাক ভাঙচুর করেছে। এছাড়া বিভিন্ন সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে পিকেটিং করছে তারা।

রোববার সকাল ৬টা থেকে শুরু হওয়া দেশব্যাপী ২০ দলের ডাকা ৩৬ ঘণ্টার হরতাল পাবনায় বিক্ষিপ্তভাবে চলছে।
এদিকে, নাশকতার আশঙ্কায় জেলার ১১ থাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ ৪৯ জনকে আটক করেছে পুলিশ।

হরতালে বন্ধ রয়েছে পাবনা থেকে দুরপাল্লার বাস-ট্রাক চলাচল। তবে সড়ক ও মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা, টেম্পু, ইঞ্জিনচালিত নসিমন-করিমন চলাচল স্বাভাবিক রয়েছে।

ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া, লালনশাহ সেতু সংলগ্ন পিকেটিং ও গাড়ী ভাংচুর করেছে ২০ দলের নেতাকর্মীরা। হরতালে পাবনার বিভিন্ন মহাসড়কসহ অভ্যন্তরীন সকল সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

বিভিন্ন সড়কে পুলিশ, র‌্যাব ও ডিবি পুলিশের টহল অব্যাহত রয়েছে।

পাবনার সহকারী পুলিশ সুপার (এএসপি) সিদ্দিকুর রহমান বাংলানিউজকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।



মন্তব্য চালু নেই