লালবাগে ককটেল বিস্ফোরণে ২ হোটেল কর্মচারী আহত

রাজধানীর পুরান ঢাকায় একটি খাবার হোটেলের সামনে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে দুই কর্মচারী আহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লালবাগের ওয়াসা অফিস সংলগ্ন শরীফ হোটেলের সামনে এই ককটেল বিস্ফোরণের ঘটনায় হোটেলের দুই কর্মচারী মো. আলম (৪০) ও মো. মাসুদ আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মো. মাসুদ জানান, কে বা কারা হোটেল লক্ষ্য করে দুইটি ককটেল ছুড়ে পালিয়ে যায়। ককটেলগুলো বিস্ফোরিত হলে মাসুদ ও দোকানের আরেক কর্মচারী মো. আলম আহত হন।

তার বাম পায়ে ও আলমের দুই পায়ে ককটেলের স্প্লিন্টার বিদ্ধ হয়েছে বলে জানান মাসুদ।

তবে পুলিশের লালবাগ জোনের সহকারী কমিশনার (এসি) ফয়জুর রহমান একটি ককটেল বিস্ফোরণে কথা জানান। তিনি বলেন, রাস্তার পাশের ওই হোটেলটির সামনেই দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করলে দুই কর্মচারী আহত হন। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলেও তিনি জানান।

ঢামেক হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হকও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



মন্তব্য চালু নেই