লামায় সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত ১

বান্দরবানের লামা সদর ইউনিয়নের দূর্গম পাহাড়ী এলাকা দোছড়ি পাড়ায়, ট্যাফে ট্রাক্টর দূর্ঘটনায় চালক মোঃ মোশারফ হোসেন (৪০) আহত হয়। আহত ড্রাইভার মোঃ মোশারফ হোসেনের অবস্থা আশংকা জনক হওয়ায় লামা হাসপাতালের কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চমেক প্রেরণ করেন।

২৪শে ফেব্রুয়ারী মঙ্গলবার বেলা ৩ঘটিকায় লামার দূর্গম এলাকার দোছড়ি পাড়ায় ট্যাফে ট্রাক্টর করে লাকড়ি পরিবহন করার সময় উচু পাহাড় উঠতে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে

পড়ে গেলে চালক মোঃ মোশারফ হোসেন গুরুতর আহত হয়। সে লামা পৌরসভার ৫নং ওয়ার্ডের কলিংগাবিল গ্রামের বেলায়েত হোসেনের ছেলে।
লামা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত ডাক্তার মোঃ জাহাঙ্গীর আলম বলেন, রোগীর অবস্থা অত্যান্ত আশংকা জনক। তার উন্নত চিকিৎসার জন্য আমরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি।

প্রত্যেক্ষদর্শিরা জানান, ট্যাফে ট্রাক্টর করে লাকড়ি আনতে দূর্গম এলাকায় যাওয়ার পর অতিমাত্রায় লাকড়ি বোজাই করাই ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। উঁচু পাহাড় উঠার সময় গাড়ীটি উল্টে গেলে লেবাররা চিটকে পড়ে যায়। ড্রাইভার গাড়ীর নিচে পড়ে যাওয়াই গুরুতর আহত হয়।



মন্তব্য চালু নেই