লতিফ সিদ্দিকীর ১৭ মামলার স্থগিতাদেশ বহাল
ইসলাম সম্পর্কে কটূক্তির অভিযোগে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দায়ের করা ১৭টি মামলার কার্যক্রমে যে স্থগিতাদেশ দিয়েছিলেন হাইকোর্ট তা বহাল রাখা হয়েছে। এ সংক্রান্ত রুল নিষ্পত্তি না হওয়ায় পর্যন্ত মামলাগুলোর কার্যক্রম স্থগিত থাকবে।
আজ রবিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট এই আদেশ দেন।
আদালতে লতিফ সিদ্দিকীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবির।
এর আগে এসব মামলায় চলতি বছরের মে ও জুন মাসে উচ্চ আদালত থেকে জামিন পান লতিফ সিদ্দিকী।
গত বছরের ২৯ সেপ্টেমম্বর নিউইয়র্কে টাঙ্গাইল সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে পবিত্র হজ ও তাবলিগ জামায়াত নিয়ে কটূক্তি করেন তৎকালীন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী লতিফ সিদ্দিকী। এর পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন আদালতে তার বিরুদ্ধে মামলাগুলো দায়ের করা হয়।
মন্তব্য চালু নেই