লতিফের এমপি পদ বাতিলের রিট খারিজ

ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় অপসারিত মন্ত্রী ও বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ বাতিল চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। এ বিষয়ে আদালত বলেন, ‘লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ থাকবে কি থাকবে না এটা নির্ধারণ করবে নির্বাচন কমিশন।’

সোমবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ২৭ নভেম্বর লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ বাতিলের নির্দেশনা চেয়ে সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট আবেদন দায়ের দায়ের করেন সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।

এর আগের দিন ২৬ নভ্ম্বের এ বিষয়ে একটি লিগ্যাল নোটিশ পাঠান এই আইনজীবী।

রিটে বিবাদী করা হয় জাতীয় সংসদের স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার, আব্দুল লতিফ সিদ্দিকিসহ মোট চারজনকে।

উল্লেখ্য, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এমপি বর্তমানে কারাগারে রয়েছেন।



মন্তব্য চালু নেই