র‌্যাবকে স্বতন্ত্র বাহিনী করার পরিকল্পনা নেই

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানকে (র‌্যাব) পৃথক স্বতন্ত্র বাহিনী হিসেবে গঠনের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে উত্থাপিত হাবিবুর রহমান মোল্লার এক লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, ‘র‌্যাব হলো পুলিশের সাংগঠনিক কাঠামোভুক্ত একটি ইউনিট। পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সংস্থা হওয়ায় র‌্যাবকে পৃথক বাহিনী হিসেবে গঠনের কোনো পরিকল্পনা হয়নি।’

এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে সংসদ সদস্য ছবি বিশ্বাস প্রশ্ন করেন, ‘সম্প্রতি সময়ে র‌্যাবের কতিপয় অসাধু কর্মকর্তার বিতর্কিত কর্মকাণ্ডের কারণে র‌্যাব বিলুপ্তির দাবি করে যারা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছে তাদের জবাবে র‌্যাবকে সংস্কার করে আধুনিক ও চৌকস বিশেষ বাহিনী করা হবে কি না?’

উত্তরে প্রতিমন্ত্রী বলেন, ‘র‌্যাব কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশের সব ইউনিট সংস্কার একটি চলমান প্রক্রিয়া। র‌্যাব পুলিশের সাংগঠনিক কাঠামোভুক্ত একটি ইউনিট হওয়ায় এ প্রক্রিয়ার অংশ হিসেবে র‌্যাবও সংস্কার কার্যক্রম অব্যাহত রয়েছে এবং থাকবে।’



মন্তব্য চালু নেই