রোনালদোকে ছাড়িয়ে মেসি

মৌসুমের শুরুতে অনেক ব্যবধান ছিল দুজনের মধ্যে। রোনালদোর গতি দেখে মনে হচ্ছিল এবার মেসি অনেক পিছিয়ে থাকবে গোলের দিক থেকে। কিন্তু না, মৌসুমের মাঝ পথেই রোনালদোকে টপকে গেছেন বার্সা সুপারস্টার। সব ধরনের প্রতিযোগিতায় রোনালদোর চেয়ে একধাপ উপরে মেসি।

রোববার রাতে লেভান্তেকে ৫-০ গোলে উড়িয়ে দিতে হ্যাটট্রিক করেন মেসি। আর এই হ্যাটট্রিকের সুবাদে লা লিগায় মেসির গোল দাঁড়ায় ২৬টি (২৩ ম্যাচে)। তবে সব মিলিয়ে ৩৭টি (৩৩ ম্যাচে)। সেখানে রিয়াল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর মোট গোল ৩৬টি (৩৩ ম্যাচে)। লা লিগায় অবশ্য মেসির চেয়ে এগিয়ে রোনালদো। ২০ ম্যাচে ২৮ গোল তার।

একটি জায়গায় চলতি মৌসুমে দুজনই সমান। চারটি করে হ্যাটট্রিক করেছেন দুজনই।



মন্তব্য চালু নেই