ক্রিকেট বিশ্বকাপ

বাংলাদেশ জিততে পারে যে কারণে

বিশ্বকাপ ক্রিকেটের রোমাঞ্চ-উত্তেজনা শুরু হয়েছে কয়েক দিন আগে থেকেই। তবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে বুধবার। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সকাল সাড়ে নয়টায় মুখোমুখি হবে মাশরাফিরা। এশিয়া কাপে হারের ব্যর্থতা ভুলে অস্ট্রেলিয়ার উইকেটে আফগানদের হারিয়েই বিশ্বকাপ শুরু করতে মরিয়া টিম বাংলাদেশ।

শক্তি, অভিজ্ঞতা-সহ সব বিভাগেই আফগানদের চেয়ে বাংলাদেশকে এগিয়ে রাখছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা। ঘরের মাঠে এশিয়া কাপে এক মাত্র আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে আফগানিস্তানের সঙ্গে নিজেদের ভুলে হেরেছিল বাংলাদেশ। তবে অস্ট্রেলিয়ার সেই ভুল করবেনা টাইগার শিবির। জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা মনে করছেন, ভালো পারফরম্যান্স দেখিয়েই বাংলাদেশ জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে।

জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বিসিবির প্রধান নির্বাচক ফারুক আহমেদ চান বিশ্বকাপের প্রথম ম্যাচেই জয়। আফগানদের হারিয়েই বিশ্বকাপের যাত্রা শুরু করবে টাইগাররা, এটা অনেকটা নিশ্চিত করেই বলছেন তিনি। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে আফগানদের হারাতে মরিয়া হয়ে আছেন মাশরাফি-সাকিবরা।

আফগানদের চেয়ে বাংলাদেশকে এগিয়ে রাখার কারণ জানতে চাইলে সাবেক এ ক্রিকেটার বলেন, ‘সব বিভাগেই বাংলাদেশ এগিয়ে আছে। টেস্ট ক্রিকেটের অভিজ্ঞতা তো আছেই, সেই সাথে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতার দিক দিয়েও। বাংলাদেশের বেশ কিছু ক্রিকেটার আছে যারা বিশ্বমানের। আমি মনে করি বাংলাদেশ অনেক ভালো করেই জিতবে। জয়ের জন্য চাপ নেয়া ঠিক হবে না। চাপ মুক্ত হয়েই খেলতে হবে। এজন্য সাকিব আল হাসানও বড় ভূমিকা দেখাতে পারে। ব্যাটিং উইকেট হলে টসে জিতে ব্যাটিং নেয়া উচিত।’

জাতীয় দলের সাকেব অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বলেন, ‘অবশ্যই বাংলাদেশ আফগানদের চেয়ে এগিয়ে আছে। আমার প্রত্যাশা দলের সবাই ভালো করবে এবং আফগানদের হারিয়েই বিশ্বকাপ যাত্রা শুরু করতে পারবে বাংলাদেশ। সাকিব-তামিম ছাড়াও দলের বেশ কিছু ক্রিকেটার আছে যারা দলের জয়ের জন্য প্রধান ভূমিকা রাখতে পারে।’



মন্তব্য চালু নেই