রেললাইনে বাঁশ ব্যবহার বিপজ্জনক নয় : রেলমন্ত্রী

রেললাইনে বাঁশ ব্যবহার বিপজ্জনক নয় বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক।

সোমবার জাতীয় সংসদে এ কে এম মাঈদুল ইসলাম এমপির এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ‘ব্রিজের অবকাঠামোতে কখনই বাঁশ ব্যবহার করা হয় না। ট্রেন চলাচলের ফলে কোনো কোনো স্লিপার আঁকাবাঁকা হয়ে যাওয়া রোধে স্থানীয়ভাবে রেল কর্মচারীরা হয়ত বাঁশ ব্যবহার করে থাকতে পারেন, যা কোনোভাবেই বিপজ্জনক নয়। ব্যবহৃত ওই বাঁশ কোনো ধরণের ভার বহন করে না।’

ফিরোজা বেগম চিনু এমপির এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রেলের যাত্রীসেবার মানোন্নয়ন ও আধুনিকীকরণের উদ্দেশ্যে ২০১০ সাল থেকে ২০৩০ সাল পর্যন্ত ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা সরকার অনুমোদন দিয়েছে। এর আওতায় রেলওয়ে নেটওয়ার্ক সম্প্রসারণ, গুরুত্বপূর্ণ রেলওয়ে করিডোর ডাবল লাইনে উন্নীতকরণ, পুরাতন ইঞ্জিন ও যাত্রীবাহী কোচের পরিবর্তে নতুন যাত্রীবাহী কোচ সংগ্রহ ইত্যাদিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করা হবে।’

প্রসঙ্গত, বিকাল ৪টা ৫০ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।



মন্তব্য চালু নেই