রেলমন্ত্রীর মেয়ের নাম জানতে চাইলেন প্রধানমন্ত্রী

বাবা হওয়ার পর রেলমন্ত্রী মুজিবুল হকের প্রথম কেবিনেট মিটিং। সেখানে রেলমন্ত্রী ও তার মেয়ের প্রসঙ্গ যে আসবে এমনটাই হয়তো স্বাভাবিক। রেলমন্ত্রীর মেয়ের বিষয়ে পুরো দেশবাসীর আগ্রহের সঙ্গে স্বয়ং প্রধানমন্ত্রীও যোগ করলেন নিজেকে।

সোমবারের নিয়মিত কেবিনেট মিটিংয়ের এক পর্যায়ে রেলমন্ত্রী মুজিবুল হকের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন রাখেন ‘মেয়ের নাম কী রাখলেন?’। জবাবে রেলমন্ত্রী বলেন ‘আপনার উপর সে দায়িত্ব ছেড়ে রেখেছি, সেজন্য নাম রাখা এখনো বাকি রয়েছে।’

জবাব শুনে প্রধানমন্ত্রীর মন্তব্য ‘না, মেয়ের নাম বাবা-মায়েরই রাখতে হয়।’ রেলমন্ত্রীর মেয়ের হওয়ার খুশিতে সোমবারের মিটিং শেষে মিষ্টি বিতরণ করা হয়েছে সচিবালয়ে।

গত ২৮ মে দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন রেলমন্ত্রী মুজিবুল হকের স্ত্রী হনুফা আক্তার রিক্তা।

এর আগে ২০১৪ সালের ৩১ অক্টোবর ৬৭ বছর বয়সে বিয়ে করেন কুমিল্লার চৌদ্দগ্রামের নেতা মুজিবুল হক। ৫ লাখ ১ টাকা দেনমোহরে একই জেলার চান্দিনার মেয়ে হনুফা আক্তার রিক্তার (৩২) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।



মন্তব্য চালু নেই