রেডিও টাচে’র জমজমাট সাহিত্য আড্ডা

একুশে বইমেলা উপলক্ষে অনলাইন রেডিও রেডিওটাচ২৪.কমের আয়োজনে হয়ে গেল ‘সাহিত্য উৎসব’। গতকাল শুক্রবার রাত ৮টা থেকে ১১ টা পর্যন্ত এ আড্ডায় ছিলেন রোহিঙ্গাদের জীবনকাহিনি নিয়ে লেখা উপন্যাস সুখিয়ার লেখক সাংবাদিক রোকন রাইয়ান। ছিলেন কবি ও গল্পকার সাইফ সিরাজ।

সাইফ সিরাজ তার গল্পের বই ‘মায়া কায়া অথবা মৃত্যুছায়া’ নিয়ে আলোচনা করেন। এ ছাড়াও গল্পের প্যাটার্ন ও নতুন নির্মাণ নিয়ে আলোচনা করেন তিনি।

সুখিয়া উপন্যাসের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন রোকন রাইয়ান।

অনুষ্ঠান পরিচালনা করেন নেসার আহমাদ, আরজে সালমান ও আরজে রুমী।

প্রতি শুক্রবারের নিয়মিত আয়োজনে এ সপ্তাহে অতিথি হিসেবে আরো ছিলেন ‘তারুণ্যের পঙ্ক্তিমালা’ যৌথ কাব্যের কবি মুহিববুল্লাহ জামী ও আবিদ মাহমুদ। মাসিক ‘কাঠবিড়ালি’ পত্রিকার সম্পাদক নাছিব মাহদী। আবৃত্তি পরিবেশন করেন রাকিব রায়হান।

৩ ঘণ্টা ব্যাপী জমজমাট এ আড্ডা, গল্প শুনেছেন অসংখ্য ভক্ত পাঠক।

সরাসরি রেডিও টাচ-এর ওয়েব সাইট (radiotouch24.com) অথবা অফিসিয়াল ফেসবুকে ফ্যান পেইজে (www.facebook.com/radiotouch24) শোনা যাবে রেডিও টাচের সব প্রোগ্রাম ও ইসলামি গান।



মন্তব্য চালু নেই