রিমান্ড শেষ হওয়ার আগেই সোহেলের ভাই জেলহাজতে
জাপানি নাগরিক হোসি কোনিও হত্যায় গ্রেপ্তার বিএনপি নেতা হাবিবুন নবী খান সোহেলের ছোটভাই ও রংপুর মহানগর বিএনপির সদস্য রাশেদ উন নবী খান বিপ্লবকে চার দিনের রিমান্ড শেষে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। গত ৬ অক্টোবর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে পেলেও চারদিনের রিমান্ড শেষে কেন জেলহাজতে পাঠানো হয়েছে তা জানা যায়নি।
রংপুরের পুলিশ সুপার আবদুর রাজ্জাক ঢাকাটাইমসকে জানান, গতকাল শুক্রবার বিপ্লবকে জেলহাজতে পাঠানো হয়েছে। তবে রিমান্ড শেষ হওয়ার আগেই কেন তাকে জেলহাজতে পাঠানো হয়েছে এ ব্যাপারে কিছু বলেননি এসপি।
এর আগে গত সোমবার রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিপ্লবকে হাজির করে রিমান্ড চাওয়া হলে আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৪ অক্টোবর শনিবার সকাল সাড়ে ১০টায় রংপুর মহানগরীর উপকণ্ঠ কাউনিয়ার কাচু আলুটারী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে খুন হন জাপানি নাগরিক হোসি কোনিও।
মন্তব্য চালু নেই