রিমান্ড শেষে কারাগারে শফিক রেহমান

তথ্য উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে হত্যা পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার জ্যেষ্ঠ সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গ্রেফতারের পর দুই দফায় ১০ দিনের রিমান্ড শেষে বুধবার তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে, আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বুধবার দুপুর ৩টায় সিএমএম কোর্টে (চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট) তাকে হাজির করা হয়। শফিক রেহমানের আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, আদালতে হাজির করার পর শফিক রেহমানের জামিন চাওয়া হয়েছিল। কিন্তু আদালত তার জামিন মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণের পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।



মন্তব্য চালু নেই