রিমান্ড শেষে কারাগারে ফালু

পাঁচ দিনের রিমান্ড শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমান সোমবার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

১১ ফেব্রুয়ারি ঢাকা মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া মিরপুর এলাকায় অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ফালুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ফালুকে আদালতে হাজির করে মামলা তদন্তকারী কর্মকর্তা মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

২৮ জানুয়ারি মিরপুর থানা এলাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) খন্দকার রাজিব আহমদ মামলাটি করেন।

এর আগে, ৭ ফেব্রুয়ারি ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমান বিস্ফোরক আইনে বাড্ডা থানায় দায়ের করা মামলায় ফালুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

২ ফেব্রুয়ারি ঢাকা মহানগর হাকিম হাসিবুল হক খিলগাঁও থানায় দায়ের করা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ডে মঞ্জুর করেন।

খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে থেকে ১ ফেব্রুয়ারি রাত ৮টায় ফালুকে আটক করে ডিবি পুলিশ। আটকের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।



মন্তব্য চালু নেই