রিভিউ পিটিশন করা হবে : আসামিপক্ষ

কামারুজ্জামানের আইনজীবী এস এম শাজাহান বলেছেন, কামারুজ্জামানের রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন করা হবে। সরকার বলছে রিভিউ পিটিশন করার সুযোগ নেই। কিন্তু কাদের মোল্লার রিভিউ পিটিশনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে রিভিউ করার সুযোগ আছে।

তিনি বলেন, ‘এটি সর্বোচ্চ আদালতের রায়। এ রায়ের বিষয়ে সাধারণত প্রতিক্রিয়া হয় না। তারপরও আমরা বলতে চাই এ রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করব।’

এদিকে আসামিপক্ষের অপর আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, ‘আমরা ন্যায়বিচার পাইনি। এ রায়ের বিরুদ্ধে আমরা রিভিউ আবেদন করব। সেখানে যদি এক মিনিটের জন্যও আবেদনটির শুনানি হয়, তারপরও রিভিউ আবেদন করব।’



মন্তব্য চালু নেই