রিভিউ করবেন মীর কাসেম

মীর কাসেম আলীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, রায়ের কপি হাতে পাওয়ার পর পর্যালোচনা করে রিভিউ আবেদন করা হবে।

রিভিউয়ে মীর কাসেম আলী সুবিচার পাবেন বলে আশা করছি।

সোমবার যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের কর্মপরিষদের সদস্য মীর কাসেম আলীর আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে।

রায় প্রকাশের পর রিভিউয়ের বিষয়ে জানতে চাইলে এ তথ্য জানান খন্দকার মাহবুব।

দুপুরে আপিল বিভাগ থেকে ২৪৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ এ রায় প্রকাশ করা হয়।

এর আগে ২৪৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর করেন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ। অন্য বিচারপতিরা হলেন- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।

নিয়ম অনুযায়ী আজই রায়ের কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হবে। আগামী ১৫ দিনের মধ্যে তাকে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিই আবেদন করতে হবে। তবে এর আগে মানবতাবিরোধী অপরাধ মামলায় যতজনের রিভিউ আবেদন করা হয়েছিল সবগুলোই খারিজ হয়ে যায়।

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের পর মীর কাসেম ছিলেন আলবদর বাহিনীর তৃতীয় প্রধান ব্যক্তি। তার যোগানো অর্থেই স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামী শক্ত ভিত্তি পায়।



মন্তব্য চালু নেই