রিজা‌র্ভের অর্থ চু‌রি : খ‌তি‌য়ে দে‌খবে দুদক

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক থেকে অর্থ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তা জড়িত আছে কি না, তা খতিয়ে দেখবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার সকা‌লে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ- ২০১৬ উপল‌ক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে র্যা লি শে‌ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ এ তথ্য জানান।

তি‌নি ব‌লেন, ‘বাংলাদেশ ব্যাংকের এ ঘটনায় যদি দেশের কেউ জড়িত থাকে, তাহলে অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। তদন্ত চলছে। সরকার একটি কমিটি করেছে, সিআইডি রয়েছে। আমরা অনুসন্ধান করছি, দেশের কেউ জড়িত কি না।’

দুদক চেয়ারম্যান জানান, ‘ব্যাংক আমাদের কোনো চিঠি পাঠায়নি। ২০১৫ সালে একটি আইন হয়েছে, মানি লন্ডারিং সংশ্লিষ্ট। সেখানে ভাগ করে দেওয়া হয়েছে, কোন সংস্থা কোন কোন কাজ করবে।’

ইকবাল মাহমুদ বলেন, ‘দুর্নীতি প্রতিরোধ ও কমাতে সব পদক্ষেপ নিতে কর্মসূচি নিয়েছি। আশা করি, জনগণ ও দেশ দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্তি পাবে। দুর্নীতি দমন কমিশন নিরপরাধের জন্য ভালো জায়গা, অপরাধীদের জন্য উপযুক্ত ব্যবস্থা নেবে।’



মন্তব্য চালু নেই