রিজভীর ১০ দিনের রিমান্ড আবেদন
গাড়ি পোড়ানো মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেছেন পুলিশ।
মামলা তদন্তের স্বার্থে ঢাকা মহানগর হাকিম আলমগীর কবির রাজের আদালতে এ রিমান্ড আবেদন করেন বাড্ডা থানা পুলিশ।বিকাল ৩ টায় এ বিষয়ে শুনানি হতে পারে।
গত ২৬ জানুয়ারি অনাবিল পরিবহনের একটি গাড়ি পোড়ানোর ঘটনায় বাড্ডা থানায় করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছেন ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল।
শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে চলমান সহিংসতাসহ বিভিন্ন অভিযোগে রিজভীকে আটক করে র্যাব।
এরপর তাকে রাখা হয় র্যাব সদরদপ্তরে, শনিবার দুপুরে রিজভীকে বাড্ডা থানায় হস্তান্তর করেছে র্যাব।
রিজভী রাজধানীর বিভিন্ন বাসায় অবস্থান করে সংবাদ সম্মেলন ও বিবৃতি পাঠিয়ে বিএনপির বিভিন্ন বক্তব্য ও কর্মসূচি ঘোষণা করতেন।
মন্তব্য চালু নেই