রিকসাচালককে গুলি : যুবলীগ নেতার জামিন

রাজধানীর বনানীতে রিকসাচালককে গুলি করার অভিযোগে গ্রেফতার যুবলীগ নেতা ইউসুফ সরদার সোহেলকে জামিন দিয়েছেন আদালত।

শনিবার ঢাকার মহানগর হাকিম গোলাম নবী তার জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে পুলিশের রিমান্ড আবেদনও নামঞ্জুর করেন আদালত।

সোহেল মাতাল অবস্থায় গত ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে বনানীর ২নম্বর সড়কে রিকসাচালক কবির উদ্দিনের পায়ে গুলি করে। পরে ওই ঘটনায় রিকসাচালক কবির হত্যাগচেষ্টার মামলা করলে শুক্রবার দুপুরে সোহেলকে গ্রেফতার করে পুলিশ।

এরপর পুলিশ কর্মকর্তারা সাংবাদিকদের জানান, বনানী থানা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সোহেল গুলি ছোড়ার কথা স্বীকার করেছেন। তবে এই ঘটনাকে সোহেলের পক্ষ থেকে ভুল বোঝাবুঝি বলে দাবি করা হয়।

সোহেলকে গ্রেফতারের পর শনিবার তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করেন বনানী থানার এসআই রিপন কুমার। অন্যরদিকে রিমান্ডের আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন সোহেলের আইনজীবীরা।

আদালতে রিকসাচালক কবির বলেন, আসামির জামিনের ক্ষেত্রে তার কোনোও আপত্তি নেই। এরপর মহানগর হাকিম গোলাম নবী রিমান্ডের আবেদন নাকচ করে সোহেলের জামিন মঞ্জুর করে আদেশ দেন।



মন্তব্য চালু নেই