রায় বহাল না থাকলে চরম হতাশ হতাম

সালাউদ্দিন কাদের চৌধুরী ওরফে সাকা চৌধুরীর ফাঁসির রায় বহাল না থাকলে চরম হতাশ হতেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বুধবার সাকা চৌধুরীর বিরুদ্ধে আপিল বিভাগের রায় ঘোষণার পর নিজ কার্যালয়ে এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে ৯টি চার্জে সাজা প্রদান করা হয়েছিল। এর মধ্যে ৮টি অভিযোগে সাজা বহাল রাখা হয়েছে তবে ৭ নম্বর অভিযোগে তাকে খালাস প্রদান করা হয়েছে।’

রাউজানে সতীষ চন্দ্র পালিতকে হত্যার অভিযোগে ৭ নম্বর চার্জে ট্রাইব্যুনাল ২০ বছরের কারাদণ্ড দিয়েছিল যা আপিলে খালাস প্রদাস করা হয়েছে।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এমন রায়ই আমরা আশা করেছিলাম। একাত্তরে হত্যা-গণহত্যার অবস্থা ছিল ভয়াবহ। এই রায় না হলে আমরা চরম হতাশায় পর্যবশিত হতাম। এই রায়ে আমরা সন্তুষ্ট। রায় প্রকাশের পর সাকা চৌধুরী চাইলে রিভিউ করতে পারবেন। তবে রিভিউতে রায় পুরোপুরি বদলে দেয়ার কোনো দৃষ্টান্তই নেই।’

জনকণ্ঠে প্রকাশিত কলাম সম্পর্কে বলেন, ‘সমস্ত জাতি যেখানে ফাঁসির অপেক্ষায় ছিল, তখন জনমনে হতাশা সৃষ্টি করার জন্য একটি ভুঁইফোড় পত্রিকায় এ সম্পর্কিত কলাম প্রকাশ করা হয়েছে। আদালত এ বিষয়ে কনডেম রুল জারি করেছেন। আদালতের মতে ওই লেখার মাধ্যমে আদালত, বিচার ও বিচারকের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। এ বিষয়ে আগামী ৩ আগস্ট স্বশরীরে উপস্থিত হয়ে তাদেরকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।’



মন্তব্য চালু নেই