রায়ে আইনগত ও তথ্যগত ভুল রয়েছে

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আবদুস সোবহানের মামলার রায়ে আইনগত ও তথ্যগত ভুল রয়েছে বলে দাবি করেছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির।

বুধবার রায়ের পর সাংবাদিকদের সঙ্গে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘ট্রাইব্যুনাল আবদুস সোবহানের যে রায় দিয়েছে তা যথার্থ নয়। আমরা মনে করি, এই রায়ে আইনগত ও তথ্যগত ভুল রয়েছে। এর প্রেক্ষিতে আমরা উচ্চ আদালতে আপিল করবো, আপিল করার সুযোগ আমাদের রয়েছে। আইনগত ও তথ্যগত যে সকল ভুল রয়েছে তা আমরা তুলে ধরবো। আশা করি উচ্চ আদালত এই ভুলগুলো শুধরে দেবেন।’

উল্লেখ, বুধবার একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আবদুস সোবহানকে হত্যা ও গণহত্যার তিনটি অভিযোগে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।



মন্তব্য চালু নেই