রাস্তা ভাঙা, লাইট নষ্ট থাকলে বলুন, ঠিক করে দেব

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, ‘রাজধানীর উন্নয়ন একা করা সম্ভব নয়। এ জন্য প্রত্যেকের সহযোগিতা প্রয়োজন। কোনো রাস্তা ভাঙা থাকলে, লাইট নষ্ট থাকলে আমাদের বলুন, আমরা ঠিক করে দেব। আমি রাজধানীর সব বাসিন্দাকে মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে দেখতে চাই।’

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে শনিবার দুপুরে ‘পরিচ্ছন্ন বছর-২০১৬’ শীর্ষক এক কর্মসূচীতে তিনি এ সব কথা বলেন। তিনি বলেন, ‘আগামী ২১ ফেব্রুয়ারির আগে শহীদ মিনারের লাইট পরিবর্তন করে নতুন এলইডি লাইট লাগানো হবে। বইমেলাসহ এর আশপাশের এলাকায় ১ ফেব্রুয়ারির আগেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা করে দেয়া হবে।’

তিনি জানান, ‘রাজধানীতে ৩২ হাজার স্ট্রিট লাইট রয়েছে। এগুলো পরিবর্তন করে এলইডি লাইট লাগানো হবে। যাতে কোনো রাস্তা অন্ধকার না থাকে, পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে যেন কোনো অসুবিধা না হয় এবং নাগরিকরাও যাতে নিশ্চিন্তে চলাফেরা করতে পারেন।’

শহীদ মিনার থেকে শুরু করে একবছরের মধ্যে সারা রাজধানীর কাজ শেষ করা হবে জানিয়ে খোকন বলেন, ‘অবৈধভাবে দখল, ফুটপাত দখল ও ভঙ্গুর ট্রাফিক ব্যবস্থা নিয়ে ঢাকা সিটি করপোরেশনের সঙ্গে ডিএমপিকে একত্রে কাজ করতে হবে।



মন্তব্য চালু নেই