রাষ্ট্রপতি বঙ্গভবনে, প্রধানমন্ত্রী গণভবনে ঈদ করবেন

রাষ্ট্রপতি আবদুল হামিদ বঙ্গভবনে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ঈদ করছেন।

বঙ্গভবন সূত্রে জানা গেছে, ঈদের দিন সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদ গাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন। তারপর বঙ্গভবনে যাবেন। সকাল ১০ টা থেকে বঙ্গভবনে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের দিন সকাল সাড়ে ৯ থেকে গণভবনে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর ১১টা থেকে বিচারপতি ও কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

গণভবন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয় স্বপরিবারে দেশে এসেছেন মায়ের সঙ্গে ঈদ করতে। আগে থেকেই প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুল দেশে অবস্থান করছেন। তিনিও ঈদের অনুষ্ঠানে পরিবারের সঙ্গে যুক্ত হবেন।



মন্তব্য চালু নেই