রাষ্ট্রপতির ওপরে কথা বলার ক্ষমতা নেই : আইনমন্ত্রী

বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য পৃথক আচরণ বিধিমালা, শৃঙ্খলা বিধিমালা ও বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বিধিমালা, ২০০৭ সংশোধনকল্পে সুপ্রিম কোর্টের প্রস্তাবিত খসড়া গেজেট আকারে প্রকাশ করার প্রয়োজনীয়তা নেই মর্মে রাষ্ট্রপতি সিদ্ধান্ত দিয়েছেন। এদিকে ‘রাষ্ট্রপতিকে ভুল বোঝানো হয়েছে’ উল্লেখ করে অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ করতে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।

এসব বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক সচিবালয়ে তার দফতরে সাংবাদিকদের বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি এই অধ্যাদেশের ব্যাপারে তার বক্তব্য জানিয়েছেন এবং সেটা সুপ্রিম কোর্টকে জানানো হয়েছে। রাষ্ট্রপতির উপরে কথা বলার ক্ষমতা আমার নেই।’

এদিকে অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ না হওয়ায় আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিবকে আজ সোমবার সকাল ৯টায় আদালতে হাজির হতে বলেছিলেন আপিল বিভাগ। সে অনুযায়ী দুই সচিব আদালতে হাজির হন।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের আট সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এই সময় দিয়ে ১৫ জানুয়ারি পর্যন্ত বিষয়টি মুলতবি করেছেন।



মন্তব্য চালু নেই