রাষ্ট্রদ্রোহ মামলায় সাতক্ষীরায় বিএনপি ও জাসাস নেতাকে কারাগারে প্রেরণ

রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপি নেতা সৈয়দ ইফতেখার আলী ও জাসাস নেতা সৈয়দ ইখলেছার আলী বাচ্চুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জজ কোর্টের অ্যাডভোকেট সাবেক পিপি সৈয়দ ইফতেখার আলী সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সৈয়দ ইখলেছার আলী বাচ্চু জেলা জাসাসের সভাপতি।

এই মামলায় ইফতেখার আলী ও ইখলেছার আলী বাচ্চু হাইকোর্টের নির্দেশে দুই মাসের জামিনে ছিলেন। মঙ্গলবার তাদের জামিনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৭ নভেম্বর পুলিশ মামলাটি দায়ের করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুমোদন চেয়ে আবেদন করে। পরে ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে সাতক্ষীরা সদর থানায় বিএনপি-জামায়াতের ১৭ নেতার নামে মামলাটি (মামলা নম্বর ১৪) রেকর্ড করে পুলিশ।



মন্তব্য চালু নেই