রাষ্ট্রদ্রোহের মামলা মোকাবেলা করবেন খালেদা

মুক্তিযুদ্ধে শহীদদের বিষয়ে বেগম খালেদা জিয়ার করা মন্তব্য নিয়ে আওয়ামীপন্থি এক আইনজীবীর করা মামলা বেগম খালেদা জিয়া আইনীভাবে মোকাবেলা করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী ও সুপ্রিমকোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ।

বুধবার দুপুরে সুপ্রিমকোর্ট বারের সভাপতির কক্ষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এ মামলায় আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে সমন জারি করেছে সে সমনসহ এ মামলাটি মোকাবেলা করার জন্য যা যা করা দরকার খালেদা জিয়া তাই করবেন।’

তিনি বলেন, ‘সমন তার (খালেদা জিয়ার) ওপর আদালত দিয়েছে। বিএনপির চেয়ারপারসন আদালতের এ সমনের বিষয়ে জ্ঞাত আছেন। রাষ্ট্রদ্রোহ মামলা মোকাবেলা করার জন্য যা যা করা দরকার তিনি তাই করবেন।’

তিনি বলেন, ‘খালেদা সমন গ্রহন করেননি, কিন্তু মামলা মোকাবেলা করবেন। তিনি সমনের বিষয়ে অবহিত হয়েছেন।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আদালতের সমন দেয়ার উদ্দেশ্য তার বিরুদ্ধে মামলা হয়েছে তা অবগত করা। সমন যে ঝুলিয়ে জারি করা হয়েছে এ বিধান কি আছে? কেউ এটি গ্রহণ করতে না চাইলে আটকে দেয়ার বিধান আছে।’

মাহবুব হোসেন বলেন, ‘বেগম খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল। তারাই (সরকার) এটি নিয়ে রাজনীতি করছে এ মামলায় রাষ্ট্রদ্রোহের উপাদান নেই।’



মন্তব্য চালু নেই