রাবিতে শিক্ষকদের নিয়ে পরিসংখ্যান বিষয়ক প্রশিক্ষণ শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষকদের নিয়ে মাসব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। শনিবার রাবির পরিসংখ্যান বিভাগের কনফারেন্স রুমে ‘এসপিএসএস অ্যান্ড অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।

বিভাগীয় সভাপতি অধ্যাপক রিপতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক হাবিবুর রহমান, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক গোলাম কবীর, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, কোর্সের সমন্বয়ক অধ্যাপক ছায়েদুর রহমান।



মন্তব্য চালু নেই