রাণীনগর ও আত্রাইয়ে অস্ত্র, গুলি ও ককটেলসহ ২ জেএমবি সদস্য গ্রেফতার
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর রাণীনগর ও আত্রাই থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র,গুলি ও ককটেলসহ তালিকাভুক্ত ২ জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ । গত শনিবার দিনগত রাতে পৃথক পৃথক অভিযানে আবুল হোসেন (৩৫) ও গোলাম কাদের খাজা (৪২) কে গ্রেফতার করা হয়।
আত্রাই থানার ওসি বদরুদ্দোজা জানান,ওসি (তদন্ত) ছামছুল আলমের নেতৃত্বে উপজেলার তিলাবদরি গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের মেছের আলীর ছেলে আবুল হোসেন কে একটি দেশীয় তৈরি শর্ট গান ও দু’রাউন্ড তাজা গুলি সহ তাকে গ্রেফতার করা হয়েছে । গ্রেফতার আবুল হোসেন জেলা পুলিশের বিশেষ শাখার তালিকা ভুক্ত জেএমবি সদস্য ।
অপর দিকে রাণীনগর থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহিল জামান জানান,রাণীনগর উপজেলা চত্বরে মা ফার্নিচারে অভিযান চালিয়ে গোলাম কাদের খাজাকে গ্রেফতার করা হয়েছে । এসময় তার দোকান তল্লাশিকালে ২টি ককটেল ও একটি রাম দা উদ্ধার করা হয় । খাজা জেলা পুলিশের বিশেষ শাখার তালিকা ভুক্ত জেএমবি সদস্য । সে উপজেলার আবাদপুকুর বাজারের ্অশরাফ আলীর ছেলে।
মন্তব্য চালু নেই