রাণীনগরে শেষ হলো দাখিলকৃত মনোনয়ন যাচাই-বাছাই কাজ ॥ বাতিল-৪

কাজী আনিছুর রহমান,রাণীনগর(নওগাঁ) থেকে : নওগাঁর রাণীনগরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই কাজ শেষ করা হয়েছে । বাছাইয়ে সংরক্ষিত ১ ও সাধারণ সদস্য পদে ৩ টি মোট ৪ টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

উপজেলা নির্বাচন অফিসার দুলাল হোসেন জানান,উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৪১জন,সংরক্ষিত সদস্য পদে মোট ৯১ জন ও সাধারণ সদস্য পদে মোট ৩১৮ জন মনোনয়ন পত্র দাখিল করেন। গত ৪ ও ৫ মে যাচাই বাছাইয়ে মিরাট ইউনিয়নের ৪,৫,৬ সংরক্ষিত আসনে দাখিলকৃত নিপা খাতুনের মনোনয়ন পত্র বাতিল হয়েছে। এছাড়া পারইল ইউনিয়নের ৪ নং ওয়াডে সাধারণ সদস্য পদে দাখিলকৃত নাজমুল হক ও মিজানুরের মনোনয়নপত্র বাতিল হয়েছে এবং একডালা ইউনিয়নে ৮ নং ওয়াডে সাধারণ সদস্য পদে দাখিলকৃত আতাউর রহমানের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

এছাড়া দাখিলকৃত বাকীঁ সবগুলো মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে । আগামী ১২ মে প্রত্যাহার এবং ১৩ মে প্রতীক বরাদ্দ ও ২৮ মে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।



মন্তব্য চালু নেই