রাণীনগরে মিলের ফিতায় জড়িয়ে আহত সাজেদার মৃত্যু
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে ময়দা ভাঙ্গা হলারের ফিতার সাথে জড়িয়ে আহত সাজেদা বিবি (৪২) প্রায় ৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। সাজেদা রাণীনগর উপজেলার মালশন গ্রামের আব্দুছ ছাত্তারের মেয়ে ।
সাজেদার পারিবারিক সুত্রে জানাগেছে,গত বুধবার সকালে চালের ময়দা করার জন্য এলাকার সিংগার পাড়া আবুল হোসেনের মিলে যায় । সেখানে চালের ময়দা ভাঙ্গানোকালে অসাবধাণতা বসতঃ মিলের ফিতার সাথে পড়নের কাপড় জরিয়ে পড়লে মারাক্তকভাবে আহত হয় । আহত সাজেদাকে প্রথমে নওগাঁ হাসপাালে ভর্তি করালে সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় । চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার সকালে মৃত্যুর কোলে ঢলে পরেন তিনি।
মন্তব্য চালু নেই