রাণীনগরে বিয়ের আসর থেকে কাজী আটক

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে বিয়ের আসর থেকে শাজাহান আলী (৪২) নামের এক নিকাহ রেজিস্টারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে উপজেলার শফিকপুর গ্রামে একটি বাল্য বিয়ের আসর থেকে আটক করা হয় ।

থানাপুলিশ জানায়, উপজেলার শফিকপুর গ্রামের মকবুল প্রামানিকের বাড়ীতে তার ছেলে নাবালক সুইট এর সাথে জনৈক নাবালিকা মেয়ের বিয়ে পড়ানো হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে মঙ্গলবার রাত অনুমান ১০ টায় অভিযান চালিয়ে বড়গাছা ইউনিয়নের দ্বায়ীত্ব প্রাপ্ত নিকাহরেজিস্টার (কাজী) আটক করা হয়। এসময় থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে বিয়ের আসর থেকে বর ও কনেসহ আয়োজকরা পালিয়ে যায় ।

এব্যপারে আটক কাজী শাজাহান আলী সাংবাদিকদের জানান, পার্শ্ববতি ইউনিয়নের একজন কাজী আমার এলাকায় ঢুকে বিয়ে সম্পাদন করছে এমন সংবাদ পেয়ে সেখানে যাই। এর কিছু পর থানা পুলিশ আমাকে সেখান থেকে আটক করে। এব্যাপারে রাণীনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান,বাল্য বিয়ে সম্পাদন করার সময় কাজী শাজাহানকে আটক করা হয়েছে। বিকেলে ইউএনও অফিসে ভ্রাম্যমান আদালতে কাজী শাজাহানকে হাজির করা হবে।



মন্তব্য চালু নেই