রাণীনগরে নব-নির্বাচিত ইউ’পি সদস্যদের শপথ গ্রহন
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে ৮টি ইউনিয়নে মধ্যে ৭টি ইউনিয়নের নব-নির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাণীনগর উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়ম হলরুমে এ শপথ গ্রহন অনুষ্ঠিত হয় ।
এতে ৭টি ইউনিয়নের ৬৩ জন সাধারণ সদস্য ও ২১ জন সংরক্ষিত মহিলা সদস্যেদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহি কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিব ।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম আল ফারুখ জেমস,মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া ইসলাম,রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন,প্রাথমিক শিক্ষা অফিসার মজনুর রহমান, থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মফিজ উদদ্দীন,নব নির্বাচিত কালীগ্রাম ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু মন্ডল,পারইল ইউপি চেয়ারম্যান মজিবর রহমান প্রমূখ।
নির্বাচন কর্মকর্তা রুহুল আমিন জানান,রাণীনগর খট্রেশ্বর ইউনিয়নের ৩ টি কেন্দ্রের ভোট স্থগিত করায় ওই ইউনিয়নের শপথ বাক্য পাঠ স্থগিত রয়েছে।
মন্তব্য চালু নেই