রাণীনগরে ধান কাটা উৎসবের উদ্বোধন
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে সোমবার চলতি আমন মৌসুমে নতুন জাতের ধান কাটা উৎসবের শুভ উদ্বোধন করা হয়েছে। এদিন সকালে গোনা ইউপি’র বেতগাড়ী মাঠে চাষী পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরন প্রকল্পের আওতায় স্থাপিত ব্রি ধান-৫৬ জাতের আমন ধানের প্রর্দশনীর নমুনা শস্য কর্তনের উদ্বোধন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো: ইসরাফিল আলম। অন্যদের উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিব, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ, উপজেলা আ’লীগের সম্পাদক মফিজ উদ্দিন, গোনা ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত খাঁন হাসান, একডালা ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম, কালীগ্রাম ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু, রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এসএম গোলাম সারওয়ার প্রমুখ।
কৃষি অফিস সূত্রে জানা, চলতি আমন মৌসুমে উপজেলার ১৬ হাজার ৪শত ৫৫ হেক্টর জমিতে আমন ধানের চাষ করা হয়েছে। এরমধ্য উন্নত জাতের ব্রি-৫৬ জাতের আমন ধান চাষ করা হয়েছে ১৬ হেক্টর জমিতে।
মন্তব্য চালু নেই