রাণীনগরে ট্রাক-সিএনজি মূখোমূখি সংর্ঘষে আরো ১ জনের মৃত্যু
নওগাঁর রাণীনগরে ট্রাক-সিএনজি মূখো-মুখি সংঘর্ষে সিএনজি চালক বিদ্যুৎ হোসেন (৩২) নামে আরো এক জনের মৃত্যু হয়েছে। গত শনিবার বিকেল সাড়ে ৬ টার দিকে রাজশাহী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীযরা জানায়, শনিবার দুপুর অনুমান পৌঁনে দু’টায় রাণীনগর-আবাদপুকুর সড়কের পুঠিয়া আজিজুর রহমান মেমোরিয়াল একাডেমির পূর্ব পার্শে ট্রাক ও সিএনজির মুখো-মুখি সংর্ঘষের দূঘটনায় আহত হন তিনি। আহত অবস্থায় বিদ্যুকে উদ্ধার করে রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
নিহত বিদ্যুৎ প্রামানিক আত্রাই উপজেলার দেবনগর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। এ দূর্ঘটনায় ঘটনাস্থলেই আরো ২ জনের মৃত্যু হয়। তারা হলেন- আত্রাই উপজেলার গোয়ালবাড়িয়া গ্রামের শহিদুল ইসলাম (৪৬) ও অপরজন পার নওগাঁর ফারুক হোসেনের ছেলে স¤্রাট হোসেন (৩৮)।
মন্তব্য চালু নেই