রাণীনগরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে শনিবার উপজেলার ভাটকৈ গ্রামে আমন ধানে বাদামী গাছ ফড়িং (কারেন্ট পোকা) ও ব্লাস্ট রোগ প্রতিরোধে করণীয় বিষয়ক এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

চলতি আমন মৌসুমে উপজেলার কৃষকগনকে ধানের বাদামী গাছ ফড়িং (কারেন্ট পোকা) ও ব্লাস্ট রোগ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে বিভিন্ন ব্লকে কৃষি বিভাগের উদ্যোগে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় এদিন বিকালে ভাটকৈ বাজারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এসএম গোলাম সারওয়ারের সভাপতিত্বে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ।

এছাড়াও আলোচনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সবুজ শাহা, উপ-সহকারি কৃষি কর্মকর্তা কামরুজ্জামান প্রমুখ। সভায় বক্তারা সঠিক নিয়মে বালাইনাশক ব্যবহার, সুষম সার ব্যবহারসহ কৃষির বিভিন্ন আধুনিক প্রযুক্তি নিয়ে আলোচনা করেন।

সভায় আগত কৃষক মোস্তফা, রহিম উদ্দিনসহ অনেকে জানান, এরূপ কৃষক সমাবেশের কারণে আমাদের মাঝে ধানের রোগ ও পোকা মাকড় সম্পর্কে আমরা জানতে পারছি আর সঠিক নিয়মে বালাইনাশক ব্যবহারের কারণে এবার আমন ধানে তেমন কোন পোকামাকড়ের আক্রমন দেখা যায়নি। তাই এবার আমরা উপজেলার কৃষকগন আমন ধানের বাম্পার ফলনের আশা করছি।



মন্তব্য চালু নেই