রাণীনগরে কৃষক-কৃষাণীদের বিভিন্ন কৃষি প্লট প্রদর্শন
নওগাঁর রাণীনগরে কৃষক-কৃষাণীদের ৬ মাস প্রশিক্ষন শেষে বিভিন্ন এলাকার কৃষি প্লট প্রদর্শন করানো হয়েছে। গতকাল মঙ্গলবার রাণীনগর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষক-কৃষাণীদের উদ্বোদ্ধকরণের জন্য প্রদর্শনের এ-আয়োজন করা হয়।
কৃষি অফিস সুত্রে জানাগেছে, গত ৬মাস ধরে রাণীনগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোট ৩৭ জন কৃষক-কৃষাণীকে বিভিন্ন কৃষি বিষয়ের উপর প্রশিক্ষন দেয়া হয়। প্রশিক্ষন শেষে উদ্বোদ্ধকরণের জন্য রাণীনগর ও আত্রাই উপেজলার বিভিন্ন মাছ চাষকৃত পুকুর,আমের বাগান, হাঁস-মুরগীর খামারসহ বিভিন্ন কৃষি প্লট ঘুরে দেখানো হয়।
এসময় রাণীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দীন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনূর রশিদ,কৃষিকর্মকর্তা এসএম গোলাম সরোয়ার এবং আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা ড: আব্দুল আজিজ ও রবীন্দ্রনাথ কৃষি ইন্সষ্টিটিউটের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। প্রদর্শন শেষে আত্রাই উপজেলার পতিসরে রবীন্দ্রনাথ কৃষি ইন্সষ্টিটিউটে মধাণ্য ভোজে সামিল হয়।
মন্তব্য চালু নেই