রাণীনগরে ঐতিহ্যবাহী পিঠা উৎসবের উদ্বোধন
নওগাঁর রাণীনগরে গত বৃহস্পতিবার রাণীনগর লেডিস ক্লাবের উদ্যোগে ও উপজেলা পরিষদের সহযোগীতায় দিনব্যাপী ঐতিহ্যবাহী পিঠা উৎসবের আয়োজন করা হয়।
এদিন সকাল ১০ টায় উপজেলা পরিষদের বিআরডিবি চত্বরে যৌথভাবে কেক কেটে উৎসবের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যানের পত্নী জাকিয়া সুলতানা ও লেডিস ক্লাবের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তার পতœী নাহিদা আফরোজ লতা।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও থানা বিএনপি’র সভাপতি এসএম আল ফারুক জেমস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলাম পাটওয়ারী, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ,মহিলা ভাইস চেয়ারম্যান ছোনিয়া ইসলাম, সাংবাদিকরা ও উপজেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উৎসবে হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্যবাহী দুধচিতই, হ্নদয়হরণ, শাহীরস, দুধখেজুর, অন্যন্যপিঠা, পাকোয়ান, নকশীগোলাপ, খেজুর পায়েস, ছাঁইয়াপিঠা, শামুকপিঠা, সাজপিঠা, চিকেনরোল,ছানাপিঠা,তেলপিঠা, পাটিশাপটাসহ হরেক রকমের নকশি পিঠা প্রদর্শন করা হয়।
মন্তব্য চালু নেই