রাণীনগরে আশা’র স্বাস্থ্য বিষয়ক উঠান বৈঠক
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে মঙ্গলবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বে-সরকারি সংস্থা আশা’র স্বাস্থ্য সচেতনতা বিষয়ক এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সারা দেশের সকল উপজেলার ন্যায় রাণীনগরের সকল ব্রাঞ্চে পানিতে আর্সেনিক: আমাদের করণীয় ও বর্জনীয় বিষয়ে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিন সকালে আশা’র রাণীনগর অঞ্চলের গাংজোয়ার গ্রামের স্কুল পাড়ায় সাথী ভ’মিহীন মহিলা সমিতির সদস্য ও তার আশপাশের মহিলাদের মাঝে উক্ত বিষয়ে সচেতনতা মুলক আলোচনা করেন আশা’র রাণীনগর অঞ্চলের সি.আর.এম.আব্দুল কাদের।
আশা’র শৈলগাছী ব্রাঞ্চের ম্যানেজার মো: আব্দুর রাজ্জাক, এবিএম মো: মাহফুজুর রহমান, লোন অফিসার শ্রী অসিত কুমার দেবনাথ। এসময় দলের সদস্যে মধ্যে উপস্থিত ছিলেন সভানেত্রী মোছা: শিল্পী আক্তার, সম্পাদক মোছা: নিলুফার বেগম, কোষাধ্যক্ষ মোছা: মর্জিনা বেগমসহ শতাধিক মহিলা প্রমুখ।
মন্তব্য চালু নেই