রাণীনগরে আমন চাল সংগ্রহের উদ্বোধন
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে আমন চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা খাদ্য গুদামে চাল সংগ্রহ অভিযান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আল ফারুখ জেমস, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিব, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো: মোহাজের হাসান, ভারপ্রাপ্ত খাদ্য পরিদর্শক কর্মকর্তা আবুল হোসেন খাঁন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, ১নং খট্টেশ্বর ইউপি’র চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু। চলতি রোপা-আমন মৌসুমে উপজেলার ১ শ’ ৩২ জন তালিকাভূক্ত মিলারের কাছে থেকে প্রতি কেজি ৩৩ টাকা দরে ১ হাজার ৬৪ মেট্রিকটন চাল আগামী ১৫ মার্চ ২০১৭ইং এর মধ্যে সংগ্রহ করা হবে বলে জানান উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো: মোহাজের হাসান।
মন্তব্য চালু নেই